১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৩

ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২

রংপুর প্রতিবেদক:

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আলু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক হযরত আলী হারুন ও আরোহী খোরশেদ আলম বিপ্লব নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জুনদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ

নিহত হযরত আলী হারুন গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের আজিজ আলীর ছেলে ও খোরশেদ আলম বিপ্লব গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের নাজির হোসেনের ছেলে। পেশায় তারা দুজনে ভেটেরেনারি চিকিৎসক এবং সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক জুনদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনে রাস্তায় ছিটকে পড়ে মারা যান। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, নিহতদের মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের কাছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ২:২১ অপরাহ্ণ