১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৭

লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিস শনিবার থেকে

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে লক্ষ্মীপুরের সঙ্গে নৌ-পথে ঢাকার যোগাযোগ সহজ হতে যাচ্ছে। চাঁদপুর হয়ে নয়, এবার সরাসরি লক্ষ্মীপুর থেকেই ঢাকার লঞ্চ ছেড়ে যাবে। এরমধ্যে দিয়ে উপকূলীয় লক্ষ্মীপুরবাসীর প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

আগামীকাল শনিবার বিকালে সদর উপজেলার মজু চৌধুরীরহাটের লঞ্চঘাট থেকে ‘ঢাকা টু লক্ষ্মীপুর’ লঞ্চ সার্ভিস উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত তিনদিনের সরকারি সফর সূচি থেকে এ তথ্য জানা গেছে। শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের লোকজন চাঁদপুর থেকে নৌপথে লঞ্চ যোগে ঢাকায় যাতায়াত করতেন। লক্ষ্মীপুর থেকে লঞ্চ সার্ভিস চালু হলে মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি কর্মঘণ্টা বাঁচবে। সহজ হবে যোগাযোগ ব্যবস্থা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ