নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকেরা। শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের চতুর্থ দিনের অনশন চলছে। অনশনে এ পর্যন্ত ৪৮ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে শিক্ষকেরা জানিয়েছেন।
শিক্ষকরা অভিযোগ করেন, কনকনে শীতের মধ্যে শিক্ষকরা রাস্তায় বসে অনশন চললেও সরকারের সংশ্নিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সাড়া মিলছে না। দাবি বাস্তবায়নে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব কামাল হোসেন বলেন, ‘২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২৬ হাজার ১শ ৯৩টি বেসরকারী প্রথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। শর্ত পূরণ করার পরও প্রায় ৪ হাজার ১শ ৫৯টি প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। আমরা দুই দিন অবস্থান কর্মসূচি করার পর চারদিন ধরে প্রেসক্লাবের সামনে অনশন করছি। কিন্তু সরকারের দিক থেকে কোন রকম সাড়া পাইনি।’
উল্লেখ্য, তৃতীয় ধাপে বাদ পড়া সকল বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের এক দফা দাবিতে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর ২৩ জানুয়ারি থেকে অনশন কর্মসূচি চলছে।
দৈনিক দেশজনতা /এন আর