২৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৮

নওগাঁয় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

নওগাঁ প্রতিবেদক:

নওগাঁয় আঞ্চলিক ইজতেমায় আব্দুল গনি (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আব্দুল গনি নামের ওই ব্যক্তি এশার নামাজের ওজু করার জন্য ওজুখানায় যান। ওজু করে ফেরার সময় পরে গেলে সেখানেই তার মুত্যু হয়।

তিন দিনব্যাপী নওগাঁয় এই ইজতেমা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। দ্বিতীয়বারের মতো শহরের বাইপাস সান্তাহার সংলগ্ন দোগাছী মাঠে চলছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা। নওগাঁ ছাড়াও বগুড়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এবং বিদেশে থেকে আসা বেশ কিছু মুসল্লি এতে অংশগ্রহণ করছেন।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ইজতেমাকে ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মাঠজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্য নিযুক্ত রয়েছেন। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস টিমের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের ওজু, গোসলসহ প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার নির্মাণ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ১২:৩৪ অপরাহ্ণ