১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিবেদক:
ইমিগ্রেশন ও পাসপের্ট বিভাগ ইতোমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম রেজিস্ট্রেশন করেছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম সভায় এ তথ্য জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সি।
রেজিস্টার্ড রোহিঙ্গা কোন বাংলাদেশি পাসপোর্ট পাবে না।তবে তারা একটি জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) পাবে।
সভায় জানানো হয়, কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের ১৩ কিলোমিটারের মধ্যে ৬ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
জাতীয় সংসদের স্থায়ী কমিটি রোহিঙ্গাদের নিরাপত্তায় শরণার্থী শিবিরের চারপাশে বেড়া এবং বন সম্পদ রক্ষায় শিবিরগুলোতে রান্নার জন্য জ্বালানি সরবরাহের পরামর্শ দিয়েছে।
সভায় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ আপন, ফকরুল ইমাম এবং বেগম কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন। বাসস

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৮:১২ অপরাহ্ণ