১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির মাধ্যমে বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে বেসরকারিখাতের এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে ৪ টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এম ওয়াহিদুল হক ছাড়াও ওই ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল এবং ব্যবসায়ী মো. সাইফুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য চ্যানেল আই অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেন।

সংযুক্ত আরব আমিরাতে একটি অফশোর প্রতিষ্ঠান তৈরি করে ১৬৫ কোটি পাচারের অভিযোগে এর আগে কয়েক দফায় দুদক তাদের জিজ্ঞাসাবাদ করে। সর্বশেষ জিজ্ঞাসাবাদ করেছিল ২৮ ডিসেম্বর।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৮:০৫ অপরাহ্ণ