ঠাকুরগাঁও প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে এক ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ ও কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে শহরের হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা বারেক মিয়া (১০৫) শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত ওই ব্যক্তির দাফন শহরের মুন্সিপাড়া গোরস্থানে করা হয়। পরিবারের লোকজন ওই বৃদ্ধের লাশ কয়েক দিন ধরে পাহারা দেয়। বৃহস্পতিবার ভোরে প্রতিবেশী রিপন ওই বৃদ্ধের কবর খুঁড়ে লাশের আঙুল, কলিজা, চোখ, কাফনের কাপড়, মাথার চুল চুরি করে নিয়ে আসে। সকালে মৃতের পরিবারের লোকজন বিষয়টি জানার পর রিপনকে জিজ্ঞাসাবাদ করে। রিপন সত্যতা স্বীকার করলে উত্তেজিত জনতা দুপুরে অভিযুক্ত রিপনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
ঠাকুরগাও থানার ওসি(তদন্ত) কফিল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিপন (২৫), তার মা লিলি বেগম ও নানি আমেনা বেগমকে আটক করেছে।
দৈনিক দেশজনতা /এন আর