নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪০টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। স্বর্ণ পাচারে জড়িত থাকায় বিমানের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। ওই পরিচ্ছন্নতা কর্মীর নাম মোস্তফা কামাল।
ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার (এসি) মো. সাইদ্লু ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের পরিচছন্নতা কর্মী মোস্তফা কামাল বিমান থেকে স্বর্ণ নিয়ে বের হয়ে যাচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউস প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা সেখানে ছুটে যান। এক পর্যায়ে শুল্ক কর্মকর্তারা মোস্তফা কামালের শরীর তল্লাশি করে। তার জুতার ভেতর থেকে লুকিয়ে রাখা ৪ কেজি ৬৫০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
মোস্তফা কামালকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর