২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৬
JOHANNESBURG, SOUTH AFRICA - JANUARY 22: Lungi Ngidi of the proteas celebrates the wicket of Kusal Mendis of SriLanka during the 2nd KFC T20 International match between South Africa and Sri Lanka at Bidvest Wanderers Stadium on January 22, 2017 in Johannesburg, South Africa. (Photo by Lee Warren/Gallo Images)

ভারতের বিপক্ষে প্রোটিয়া ওয়ানডে দলেও এনগিদি

স্পোর্টস ডেস্ক:

সেঞ্চুরিয়নের ভারতের বিপক্ষে অসামান্য পারফরম্যান্সের পর এবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াডেও ডাক পেয়েছেন টগবগে তরুণ ফাস্ট বোলার লুনগি এনগিদি। ১ ফেব্রুয়ারি ডারবানে শুরু হওয়া ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এনগিদি ছাড়াও স্কোয়াডে ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান খায়লিহলে জন্ডো। জন্ডো ২০১৫ সালের ভারত সফরে দলের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। এছাড়া ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন ফাস্ট বোলার মরনে মরকেল ও অল রাউন্ডার ক্রিস মরিসও।

টেস্টে অভিষেক হওয়ার আগে ৩টি টি-টুয়েন্টি খেলেছেন ২১ বছর বয়সী এনগিদি। কিন্তু ইনজুরিতে পড়ে ২০১৭ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে দল থেকে ছিটকে পড়েন। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্কোয়াডের বাইরে থাকতে হয় তাকে।

তবে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড থেকে বিস্ময়করভাবে বাদ পড়েছেন ফারহান বেহার্ডিন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে নিয়মিতই ছিলেন ৩৪ বছর বয়সী এ প্রোটিয়া। এদিকে লেগি ইমরান তাহিরের সাথে দ্বিতীয় স্পিনার হিসাবে স্কোয়াডে নেয়া হয়েছে তাবরাইজ শামসিকে।

স্কোয়াড ঘোষণার পর এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জোন্ডি বলেছেন, “এটা ‘২০১৯ ভিসন’ এর ধারাবাহিকতা। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপের জন্য আমরা আমাদের স্কোয়াডের উন্নয়ন করে যাচ্ছি। লুনগি টি-টুয়েন্টি ও টেস্ট, দুই ফরম্যাটের অভিষেকই ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছে। এটা তার উল্লেখযোগ্য অর্জন। এবার নিজেকে প্রমাণ করার জন্য সে ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ পেয়েছে।’

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড

ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, অ্যাইডেন মারকরাম, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, লুনগি এনগিদি, অ্যান্ডিল ফেহলুকাওয়া, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, খায়লিহলে জন্ডো।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৫:০৫ অপরাহ্ণ