১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে চায় না জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত ও পাকিস্তান দু’পক্ষই রাজি না হলে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করবে না জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে একথা জানিয়ে দেয়া হয়েছে। তবে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার পথে না গেলেও অন্য বিষয়গুলি সমাধান করতে দু’দেশকে আহ্বান জানিয়েছেন তিনি।
ভারত ও পাকিস্তানের সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা জুড়ে গত দশদিন ধরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বারবার সংঘর্ষবিরোধী চুক্তি ভঙ্গ করছে ইসলামাবাদ। জবাব দিচ্ছে ভারতও। এর জেরে শুধু নিরাপত্তাবাহিনীর জওয়ানরাই নয়, মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। সীমান্ত জুড়ে এই উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিককে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘গত ১০ দিন ধরে সেখানে যা হচ্ছে, আমরা তার দিকে নজর রাখছি। গোটা ব্যাপারটাই আমরা জানি।’
এই সঙ্কট কাটাতে জাতিসংঘের মহাসচিব উদ্যোগী হচ্ছেন না কেন, সাংবাদিকরা দুজারিকের কাছে সে কথা জানতে চান। মুখপাত্রের জবাব, ‘নীতিগত ভাবে গুতেরেসের দফতর মধ্যস্থতা করার ব্যাপারে রাজি আছে। কিন্তু যত ক্ষণ না পর্যন্ত এর সঙ্গে জুড়ে থাকা সব পক্ষ জাতিসংঘের মধ্যস্থতাকে স্বীকার করছে, তত ক্ষণ এটা সম্ভব নয়।’
তবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র স্পষ্ট করে দেন, সংঘাতে জড়িয়ে থাকা পক্ষগুলিকে সামলাতে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতার প্রশ্নে তিনি নীতিগত অবস্থানের কথাই জানাচ্ছেন। বিশেষ কোনো ঘটনা কিংবা বিষয়কে সামনে রেখে কোনো কথা বলছেন না। তার মন্তব্য, ‘যে কোনো বিষয়েই যদি একাধিক পক্ষ জড়িয়ে থাকে, তা হলে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতা করার প্রশ্নে সবাইকে একমত হতে হবে।’
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ২:৩৬ অপরাহ্ণ