১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত : ২

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার নওপাড়া নামক বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মাহিন খন্দকার (১৭) ও নাঈম খান (১৭) নামের দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে হাফিজুল মিয়া নামে অপর একজন আহত হয়েছে। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন খন্দকার উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্টু খন্দকার ও নাঈম খান একই গ্রামের আইয়ুব আলী খানের সন্তান। নিহত দুই শিক্ষার্থী ভাঙ্গা উপজেলার শরীফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানায়, মোটরসাইকেল যোগে তারা তিনজন ফরিদপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে বাকী দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। সেখানে গভীর রাতে অপর একজন মারা যায়। আহত শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত ডাক্তার। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সাখাওয়াৎ হোসেন জানায়, আমাদের দুই মেধাবী ছাত্রের অকালে প্রাণ যাওয়ায় আমরা গভীর ভাবে শোকাহত।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ