১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

শীতে ঠোঁটের যত্নে নারিকেল

লাইফ স্টাইল ডেস্ক:

যদিও শীতকে প্রাধান্য দেয়া হয়েছে তারপরো গরম বা শীতকাল বলে কথা না অনেকে সাড়া বছরেও ঠোঁটের সমস্যায় ভুগেন। অনেকে এসি রুমে থাকার সমস্য তাদের ঠোঁট খুব বাজেভাবে শুকিয়ে যায়, ফেটে যায়, নানা ধরণের সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যার সমাধান পাওয়ার জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান দেয়া লিপবাম, লিপগ্লস, লিপজেল, লিপ কেয়ার ইত্যাদি ব্যবহার করে থাকেন। ফলাফল হিসেবে তাদের ঠোঁট কালো হওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান দিবেন সায়মা জামান, বিউটি এক্সপার্ট, সায়মা বিউটি পার্লার।

তবে ঠোঁট ভালো রাখতে লিপবামের পরিবর্তে ব্যবহার করুন নারিকেল তেল। এতে যেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, তেমনই ঠোঁট থাকবে নরম ও সজীব। শীত গরম যেকোনো সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন। আসুন তাহলে জেনে নেই ঠোঁটের সমস্যা সমাধানে কীভাবে দূর করবেন নারিকেল তেল।

বাজারের লিপবাম ব্যবহার না করে, তার বদলে নারিকেল তেল দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন লিপবাম। এক চা চামচ নারিকেল তেলের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মেশান। তাতে সামান্য মধু মিশিয়ে দিন। নিয়ম করে প্রতিদিন মিশ্রণটি ঠোঁটে লাগান। হাতে সামান্য নারিকেল তেল নিয়ে ঠোঁটে লাগান। এবার হালকাভাবে ম্যাসাজ করুন। দেখবেন, ঠোঁট আগের চেয়ে অনেক নরম হয়েছে। একটি বাটিতে কয়েক ফোঁটা নারিকেল তেল নিন। তাতে সামান্য লবণ মেশান। মিশ্রণটিতে তুলো ডুবিয়ে সেটি ঠোঁটে লাগান। এবার হাত দিয়ে ভালো করে ঠোঁট ঘষে নিন। কিছুক্ষণ রাখার পর ধুয়ে নিন। দেখবেন ঠোঁটের রুক্ষতা অনেকটা চলে গেছে।

রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল লাগিয়ে নিলে ঠোঁট মসৃণ থাকবে এবং ধীরে ধীরে ঠোটের কালো দাগ দূর হবে।

কিছু সতর্কতা:

পানিশূন্যতা আপনার ঠোঁটের আর্দ্রতা কেড়ে নেয়। তাই নিয়ম করে প্রতিদিন পানি পান করুন, কমপক্ষে ৮-১০ গ্লাস। চা,কফিসহ অন্যান্য পানীয় আপনার ঠোঁট কালো হওয়ার জন্য দায়ী। এগুলো খাওয়া এড়িয়ে চলুন। ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন। কেননা, ধূমপান করলে ঠোঁট কালো হবেই। ঠোঁট কখনই বারবার জিভ দিয়ে ভেজাবেন না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ২:১৫ অপরাহ্ণ