নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে চার দিনব্যাপী গার্মেন্ট পণ্য সংশ্লিষ্ট প্রদর্শনী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
গার্মেন্টস এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফেচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, থাইল্যান্ড, কলম্বিয়া, মালয়শিয়া, কানাডা, স্পেন, ফ্রান্স ও হংকংয়ের ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার আর এক টার্ম পেলে দেশে আর দারিদ্র থাকবে না।
অনুষ্ঠানে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, গার্মেন্টস সেক্টর সব প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু কর পলিসি সব সময়ই এই শিল্পকে ভুগিয়ে থাকে। এই অবস্থা কাটানোর জন্য সরকারের ৫ বছরের জন্য কর পলিসি নির্ধারণ করা দরকার। এতে ব্যবসায়ীরা সে অনুযায়ী ব্যবসার পরিকল্পনা করতে পারবেন।
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) সভাপতি সালাম মুর্শেদী বলেন, বাংলাদেশের রফতানি বাজারের হৃৎপিণ্ড হলো প্যাকেজিং সেক্টর। বর্তমানে এ সেক্টরের মোট রফতানি এক বিলিয়ন ডলারেরও বেশি। এই সেক্টর ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সাধারণত নারী ও তরুণ উদ্যোক্তারা এই সেক্টরে বিনিয়োগ করে থাকেন। তাই এদের টিকিয়ে রাখতে এ খাতে রিফাইন্যান্সিং সুযোগ দিতে হবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন গার্মেন্টস এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফেচারাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশ সভাপতি আব্দুল কাদের খান, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের প্রধান নন্দ গোপাল কে, বিজিএমইএর সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন মতি প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন এইচ