রাজশাহী প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) র্যাগ দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শহীদ আব্দুল হামিদ হলে এ ঘটনা ঘটে।
দুই দফা সংঘর্ষে ১১ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়ের অনুসারী।
আহতরা হলেন, রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি রুপম, বাপ্পী, যুগ্ম-সম্পাদক সাদি মোহাম্মদ তানজীম, দপ্তর সম্পাদক সাব্বির রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত, সহ-সম্পাদক জাওয়াদ, সদস্য পিয়াল ও কর্মী জোহান। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
সূত্র জানায়, রুয়েট ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাদি মোহাম্মদ তানজীম ও তার বন্ধুরা মিলে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগ দেয় বলে অভিযোগ ওঠে। নবীনদের মধ্যে একজন রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ হাসানের ছোটভাই। বিষয়টি নিয়ে সাদির সঙ্গে রাত ১০টার দিকে হামিদ হলে কথা বলতে যায় আবিদ। একপর্যায়ে তারা হলের ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে রুয়েট ছাত্রলীগের সভাপতি নিবিড় ও তপু সেখানে উপস্থিত হয়। তবে তাদের সামনেই নেতাকর্মীরা লোহার রড, চাপাতি, রামদা ও বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে রাত ১টার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানতে চাইলে রুয়েট ছাত্রলীগ সভাপতি নিবিড় বলেন, সাধারণ সম্পাদকের নেতাকর্মীরা অতর্কিত আমার অনুসারী কিছু ছোট ভাইদেরকে বেধড়ক মারধর করেছে। সেখানে সাধারণ সম্পাদক নিজে উপস্থিত ছিল। সে চাইলে বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারতো। কিন্তু তা করেনি। বিষয়টি সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি।
তবে সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, মারধরকারী ও আহতদের অধিকাংশই ১৪ সিরিজের শিক্ষার্থী। তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে মারামারি করেছে। আমি ও সভাপতি ঘটনা শুনে সেখানে গিয়েছিলাম। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
হলের সহকারী প্রাধ্যক্ষ মামুন-অর-রশিদ বলেন, ঘটনাটি শুনেছি। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর