২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

চবিতে ছাত্রলীগের হামলা, আহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি:

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময় ৫ জন আহত হয়।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই হামলার ঘটনা ঘটে। জানায়, পূর্ব ঘোষণা অনুযারী ছাত্র জোটের একটি মিছিল চাকসু ভবনের সামনে থেকে চবির শহীদ মিনারের দিকে যাচ্ছিল। এসময়  কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ৩০-৪০জনের ছাত্রলীগের একটি গ্রুপ হামলা করে। হামলায় ছাত্র ফ্রন্টের সাবেক আহবায়ক ফজলে রাব্বিসহ ৫জন আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পসে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর বলেন, কেউ আগে থেকে আমাদের কোন বিষয় অবহিত করেনি। সংঘর্ষ হয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছাত্র ফেডারেশনের সভাপতি হাসান কামরুল জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। আমাদের অনেক নেতাকমীর্র আহত হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৪:০৯ অপরাহ্ণ