স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটেকে বিদায় বললেও প্রথম শ্রেণীর ক্রিকেটসহ বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন কুমার সাঙ্গাকার। ইংলিশ কাউন্টিতে চলমান মৌসুমে খেলছেন সারের পক্ষে। তবে এবারের কাউন্টি শেষেই প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার এই উইকেটকিপার ব্যাটসম্যান। সোমবার ৩৯ বছর বয়সী বা-হাঁতি ব্যাটসম্যান এই ঘোষণা দেন।
ক্রিকেটের অন্যতম সেরাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করেই ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সাঙ্গাকার। ইংলিশ কাউন্ডিতে মিডলেক্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও গড়েছেন মাইলফলক। প্রথম শ্রীলঙ্কান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে গড়েছেন ২০ হাজার রানের কীর্তি। এই ক্রিকেটে ৫১.১৮ গড়ে ৬০টি সেঞ্চুরি ও ৮৫টি ফিফটি করেছেন সাঙ্গাকারা। সোমবার লর্ডসে ২০ হাজার রানের কীর্তি গড়া ম্যাচের পরই সাঙ্গাকারা প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে নিজের বিদায়ের সিদ্ধান্তের কথা জনান, ‘এবারই শেষ বারের মত এখানে (লর্ডস) চারদিনের ম্যাচ খেললাম। আর কয়েক মাস পরই আমি চল্লিশ-এ পা রাখবো। কাউন্টি ছাড়ার এটাই কারণ।’
দৈনিক দেশজনতা/এন এইচ