নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। আজ বুধবার ক্লাস বর্জন করছেন শিক্ষকরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া ক্লাস বর্জন কর্মসূচি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকরা পূর্ণ দিবস ক্লাস বর্জন করছেন।
মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী নয়টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা মোর্চার সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক জানান, জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে জাতীয়করণের একদফা দাবিতে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান করছেন শিক্ষকরা। ১৫ জানুয়ারি থেকে তারা অনশন করছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ