নিজস্ব প্রতিবেদক:
সরকারের চলতি মেয়াদে ৫০ হাজার ভূমিহীন কৃষকের মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা জানান।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট খাস জমির পরিমাণ ৪১ লাখ ২১ হাজার ৭৭৫ একর ২০ শতাংশ। এরমধ্যে কৃষি খাস জমি ২০ লাখ ৫১ হাজার ৭৪৮ একর ৫৫ শতাংশ এবং অকৃষি খাস জমির পরিমান ২০ লাখ ৭০ হাজার ২৬ একর ৬৫ শতাংশ।
তিনি বলেন, দেশে বর্তমানে ভূমিহীনের সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ২৬৪ জন এবং গৃহহীন মানুষের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। ছিন্নমূল দরিদ্র মানুষকে খাস জমি বন্দোবস্ত, গুচ্ছগ্রাম স্থাপন এবং আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে।
শামসুর রহমান শরীফ বলেন, কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়ার লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি উপজেলায় প্রতিবছর ৪৮টি ভূমিহীন পরিবারকে কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়া হয়।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

