আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজে সোমবার হুতি বিদ্রোহীদের রকেট হামলায় এক সাংবাদিক ও এক শিশুসহ নয়জন নিহত হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তা একথা জানান।
নাশমা শহরে নতুন নিরাপত্তা স্থাপনা উদ্বোধনকালে ছয়টি রকেট হামলা চালানো হয়। এতে চার সেনা ও পাঁচ বেসামরিক লোক নিহত হয়। ওই কর্মকর্তা আরো বলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ও বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন। ইয়েমেনের বেলকিস টিভি তাদের ক্যামেরাম্যান মোহম্মদ আল-কুদসির হত্যার সত্যতা নিশ্চিত করেছে।
টেলিভিশনের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ঘটনার জন্য ‘হুতি বিদ্রোহীদের গোলা বর্ষণ’কে দায়ী করা হয়েছে। এদিকে হুতি বিদ্রোহীদের মুখপাত্র বার্তা সংস্থা সাবায় দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘কমান্ডারসহ বেশ কয়েকজন ভাড়াটে যোদ্ধাকে হত্যা করেছে।’ এএফপি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

