নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫০৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার কোটি টাকা সর্বোচ্চ সুদের হার প্রদান করায় ১ বছর মেয়াদে স্থায়ী আমানত হিসেবে জমা রাখা হয়। তার মধ্যে ৪০৫৫ কোটি ৩২ লাখ ৭৬ হাজার কোটি টাকা মেয়াদ উর্ত্তীণ হয়েছে, যা নগদায়নের জন্য চিঠি পাঠানো হয়েছে এবং কয়েকবার চাহিদাপত্র ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের তারল্য সংকটের কারণে এফডিআরসমূহ নগদায়ন করা যাচ্ছে না।’
মঙ্গলবার জাতীয় সংসদে সেলিম উদ্দিনের (সিলেট-৫) আসনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দ্য ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫০৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার কোটি টাকা রাখার বিষয় এবং এফডিআরসমূহ নগদায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গভর্নর, বাংলাদেশ ব্যাংক ও সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় হতে চিঠি দেয়া হয়েছে। এফডিআরসমূহ নগদায়ন করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং ফরমার্স ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর