১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

ইন্দোনেশিয়ার জাকার্তায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে দৌড়ে রাস্তায় নেমে আসে। এক সরকারি সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

তবে এই ঘটনায় কেউ হতাহত বা তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্তি¦ক জরিপ সংস্থা জানায়, ৬ মাত্রার ভূমিকম্পটি ৪৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নগরীর উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৮:২৯ অপরাহ্ণ