২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৬

কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিল আরো ৮৯৬ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে আরো ৮৯৬ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। মঙ্গলবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটি তাদের নিজস্ব গাড়ি দিয়ে ছনখোলা শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের ক্যাম্পে পৌঁচ্ছে দেয়। পরে তাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করে কুতুপালং ইউইউ জোন নামের নতুন ক্যাম্পে আশ্রয় দেয়া হবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল জানান, ছনখোলায় আশ্রিত রোহিঙ্গাদের বিভিন্ন এনজিওসহ স্থানীয় গ্রামবাসী সহযোগিতা করে আসছিল। তাদের বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করে কুতুপালং  নতুন ক্যাম্পে আশ্রয় দেয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৭:৩৩ অপরাহ্ণ