২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৯
Former South Korean culture minister Cho Yoon-Sun arrives for a court appearance in Seoul on January 23, 2018. A South Korean appeals court on January 23, 2018 jailed former culture minister Cho Yoon-Sun for two years for her role in drawing up a blacklist of 10,000 artists seen as critical of ousted president Park Geun-Hye's government. / AFP PHOTO / YONHAP / - / - South Korea OUT / REPUBLIC OF KOREA OUT NO ARCHIVES RESTRICTED TO SUBSCRIPTION USE

দক্ষিণ কোরিয়ার সাবেক সংস্কৃতি মন্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার সাবেক সংস্কৃতি মন্ত্রী চো উন সোনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের শাসনামলে ১০ হাজার শিল্পীকে কালো তালিকাভুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা থাকায় তাকে এই সাজা দেয়া হয়। মনে করা হচ্ছে এসব কালো তালিকাভুক্ত শিল্পীরা পার্ক গিউন হাইয়ের সমালোচনাকারী। খবর এএফপি’র।
সাবেক মন্ত্রী চোকে ইতিপূর্বে আদালত লঘুদণ্ড প্রদান করায় সরকারি কৌঁসুলি উচ্চ আদালতে আপিল করে। আপিল আদালত নতুন এই রায় প্রদান করে। জামিনে থাকা চো’কে রায়ের পর পরই আদালত কক্ষ থেকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আদালত বলেছে, দণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী চো প্রেসিডেন্ট পার্কের একজন নীতি নির্ধারক হিসাবে কাজ করতেন। সে সময় তিনি সংস্কৃতি কর্মীদের কালো তালিকাভুক্ত করার কাজে সহায়তা করেন।
কালো তালিকাভুক্ত শিল্পীদের মধ্যে রয়েছেন ২০১৬ সালের বুকার পুরস্কার খ্যাত ঔপন্যাসিক হান কাং ও চিত্র পরিচালক পার্ক চ্যান, যিনি ২০০৪ সালে তার ‘ওল্ড বয়’ চলচ্চিত্রের জন্য গ্রান্ড পিক্স পুরস্কার লাভ করেন। এএফপি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৭:১৩ অপরাহ্ণ