আন্তর্জাতিক ডেস্ক:
ইউরোপিয়ান ইউনিয়ন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছে, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার বিষয়ে তাদের সমর্থন আছে। গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে এককভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। তবে ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেননি। উল্টো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ বিতর্কের মধ্যেই জেরুজালেম সফর করছেন।
সম্প্রতি ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি সভায় অংশ নিয়ে মাহমুদ আব্বাস পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এটা ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার ব্যাঘাত ঘটাবে না।
তার জবাবে সভায় উপস্থিত ইইউর প্রতিনিধি ফেদেরিকো মোঘেরিনি বলেন, ‘জেরুজালেমকে দুই রাষ্ট্রের (ইসরায়েল ও ফিলিস্তিন) রাজধানী করার বিষয়ে আমি আবারও ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অঙ্গীকারের বিষয়ে প্রেসিডেন্ট আব্বাসকে নিশ্চিত করতে চাই। ‘ সূত্র : রয়টার্স
দৈনিকদেশজনতা/ আই সি