২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১০

কোচিং বাণিজ্য-গাইড বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে কোচিং বাণিজ্য ও বাজারে নোট-গাইড বই বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন  সচেতন নাগরিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফ্যাস্টুন হাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষও অংশ নেন।

এ সময় তারা জেলার সবখানে কোচিং বাণিজ্য বন্ধে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে দেয়া নোট ও গাইড বই বিক্রি বন্ধের জোর দাবি জানান। প্রশাসন দ্রুত এসব বিষয়ে পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয় অনুষ্ঠিত মানববন্ধনে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোস্তফা হাওলাদার, প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান খান, সচেতন নাগরিক কমিটির সদস্য এনায়েত হোসেন নান্নু, উন্নয়নকর্মী শাহানা নাসরিন রুবী ও নারী নেত্রী ফরিদা ইয়াসমিন লাকী প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ