১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নানি-নাতনি নিহত

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানী-নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নড়াইল-ঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নিহতরা হলেন-নানী মনোজা বেগম (৪৫) এবং দুই বছরের বয়সী নাতনি সাদিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দত্তপাড়া এলাকায় লোহাগড়ার কালনাঘাটগামী একটি ট্রাক একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা নানি ও নাতনি ঘটনাস্থলেই নিহত হয়। তবে দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এর ফলে ওই সড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৩:১৪ অপরাহ্ণ