১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৫

জাপানে অগ্ন্যুৎপাত, তুষার ধ্বসে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের মধ্যাঞ্চলীয় কুশাতসু’র এক রিসোর্টে প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ১ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়,  মঙ্গলবার টোকিও থেকে দেড়শ’ কিলোমিটার দূরে কুশাতসু-শিরেন আগ্নেয়গিরি জেগে ওঠে। এর অগ্ন্যুৎপাত ও কম্পনের ফলে তুষার ধ্বসের ঘটনা ঘটলে পাশের রিসোর্টে থাকা ব্যক্তিরা হতাহত হন। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে বেশ ক’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে পাথর আর ছাই ওই এলাকার অন্তত ১ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। বিশাল এলাকা জুড়ে পাথরের খণ্ড বৃষ্টির মতো পড়তে থাকায় উদ্ধার কাজেও ব্যাঘাত ঘটে বলে খবরে বলা হয়েছে। অবশ্য মঙ্গলবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হলেও আগ্নেয়গিরি’টি কবে থেকে জেগে ওঠার জানান দিচ্ছিল তা পরিস্কার নয়। রিসোর্টে’র সি ক্যামেরার ছবিতে দেখা গেছে, অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট কালো রঙের ছাই ও পাথর পুরো এলাকায় ছেয়ে গেছে। এমন অবস্থায় ওই এলাকায় না যেতে জনগণকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ২:১৩ অপরাহ্ণ