১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

কাল ঢাকায় আসছেন জিৎ

বিনোদন ডেস্ক:

আগামী ২৬ জানুয়ারি ঢাকায় মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। এ ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আমদানিকারক প্রতিষ্ঠান।
ছবিটির প্রচারণায় অংশ নিতে বুধবার ঢাকায় আসবেন জিৎ। জাজের কর্ণধার আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘২৪ জানুয়ারি সকালে জিৎ ঢাকায় আসবেন।
ওইদিন বিকেলে ‘ইন্সপেক্টর নটি কে’ নিয়ে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন। জিতের সঙ্গে বাংলাদেশের নুসরাত ফারিয়াও থাকবেন।’ প্রসঙ্গত, গেল বছর জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘ইন্সপেক্টর নটি কে’র কাজ শুরু হয়।
এ ছবি পরিচালনা করেছেন ভারতের পরিচালক অশোক পতি। কিন্তু বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালায় পরিবর্তন আসায় ছবিটির যৌথ প্রযোজনা থেকে সরে আসে জাজ। এখন সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ