১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

নিউমার্কেট ব্যবসায়ীদের বিক্ষোভে রাস্তা বন্ধ, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করছেন ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। এতে নীলক্ষেত মোড় সন্নিহিত সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার দুপুর ১২টায় ওই বিক্ষোভ শুরু হয়। সড়কগুলোতে নিথর দাঁড়িয়ে আছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে যানবাহনের যাত্রীরা। গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যায় শত শত যাত্রী।

তিন দফা দাবিতে ব্যবসায়ীরা সড়কে নেমে বিক্ষোভ করছেন বলে জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম।নিউমার্কেটের মাস্টরপ্ল্যানের বাইরে ভবন দোতলা করার সিদ্ধান্ত বন্ধ; এক নম্বর গেটে পিলার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ এবং মার্কেটের দক্ষিণ-পশ্চিমে গাড়ি পার্কিংয়ের জায়গায়  ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছেন তারা।

এগুলো বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর‌্যন্ত তারা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করবেন বলে জানান সমিতির সভাপতি। পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতির অবনতি যাতে না হয়  সেদিকে নজর রাখছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ৪:১১ অপরাহ্ণ