১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১
4 SYLHET

হো‌টেল কক্ষ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীতে আবাসিক হোটেল থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে হোটেল নগরীর সোবহানীঘাটের হোটেল মেহেরপুরের দ্বিতীয় তলার ২০৬ নং কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা স্বামী-স্ত্রী পরিচয়ে সকালে হোটেলে উঠেছে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানিয়েছেন, নিহত তরুণীর নাম রুমি পাল ও তরুণের নাম মিন্টু দেব। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। পরিবার তাদের প্রেম মেনে না নেয়ায় রোববার হোটেল কক্ষে প্রেমিকাকে হত্যা করে প্রেমিক মিন্টু দেব আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। রুমির বাড়ি জৈন্তাপুরে ও মিন্টুর বাড়ি জগন্নাথপুর বলে জানান তিনি।

ওসি আরো জানান, মিন্টু দেবের মরদেহ হোটেল কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রুমি পালকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মিন্টু আত্মহত্যা করেছেন। রুমির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১:১৯ অপরাহ্ণ