বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের জন্মদিন মঙ্গলবার (২৩ জানুয়ারি)। প্রয়াত হওয়ার পর এবারই প্রথম পালিত হতে যাচ্ছে নায়করাজের জন্মদিন। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এতে থাকছে স্মৃতিচারণ, সিনেমা ও গান। সকাল ৭টার সংবাদের পরপরই প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’। বিশেষ এ পর্বে থাকছে নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর সাড়ে ১২টায় থাকছে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘তারকা কথন’। তবে এবারের পর্বে রাজ্জাককে নিয়ে কথা বলবেন অতিথিরা।
দুপুর ৩টা ৫ মিনিটে ‘ফিরে দেখা চলচ্চিত্রের ৪০ বছর’ শীর্ষক আয়োজনে প্রচার হবে আজিজুর রহমান পরিচালিত ও রাজ্জাক অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র ‘অশিক্ষিত’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অঞ্জনা, রোজী আফসারী, সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান ও সুমন। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান তিনি।
অভিনয় ক্যারিয়ারের প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। পরে নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি চিত্র পরিচালক আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘তেরো নাম্বার ফেকু ওস্তাগড় লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে মেধার পরিচয় দেন রাজ্জাক। জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে প্রথমবার নায়ক হন।
তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— স্লোগান, অতিথি, কে তুমি, স্বপ্ন দিয়ে ঘেরা, প্রিয়তমা, পলাতক, ঝড়ের পাখি, খেলাঘর, চোখের জলে, আলোর মিছিল, অবাক পৃথিবী, ভাইবোন, বাঁদী থেকে বেগম, সাধু শয়তান, অনেক প্রেম অনেক জ্বালা, মায়ার বাঁধন, গুণ্ডা, আগুন, মতিমহল, অমর প্রেম, যাদুর বাঁশী, বন্ধু, কাপুরুষ, অশিক্ষিত, সখি তুমি কার, আনারকলি, লাইলী মজনু, লালু ভুলু, স্বাক্ষর, দেবর ভাবী, রাম রহিম জন, আদরের বোন, দরবার, সতীনের সংসার, অন্ধ বিশ্বাস, জজ সাহেব, বাবা কেন চাকর, পৃথিবী তোমার আমার, বাবা কেন আসামি, মরণ নিয়ে খেলা, পিতার আসন প্রভৃতি।
রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ