১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

সাভারে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে বকুল মিয়া নামের (৩০) এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর কালামপুর ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায়, ওই অটোরিকশা চালক ভাড়ায় অটোরিকশা চালাতো। ভোর রাতে যাত্রীবেশী ছিনতাইকারীরা তার অটোরিকশা ভাড়া করে। পরে দুর্বৃত্তরা তাকে কালামপুর ব্রীজের নিচে নিয়ে পিটিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা তার লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই অটোরিকশা চালকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে গতকাল রাতে ধামরাইর কাকরান এলাকায় বাজীর টাকা না দেওয়ায় আহসান আলী নামের এক যুবকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এছাড়া গত তিনদিন আগে ধামরাইর সীতি এলাকায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করার রেশ কাটতে না কাটতে আজ আবারও একজনকে পিটিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করলো দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকার অটোরিকশা চালকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ হত্যাকারীদের গ্রেপ্তার না করায় ধামরাইয়ে মানুষ হত্যা বেড়ে গেছে। খুনিদের আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি শেখ রিজাউল হক দিপু। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ওই অটোরিকশা চালক স্ত্রী সন্তান নিয়ে ধামরাইর কালামপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো সে নীলফামারী জেলার ডিমলা থানার গাওতারাপাটিয়াপাড়া গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১১:০৫ পূর্বাহ্ণ