১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৪

মেসি-সুয়ারেজের গোলে বার্সার দারুণ জয়

স্পোর্টস ডেস্ক:

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগায় বিশাল জয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে ফেলেছে। তা দেখে কি ইনফর্ম বার্সেলোনার মনে হয়েছিল তাদেরও এভাবে প্রভাব বিস্তার করে জেতা উচিত? সে কথা হয়ত জানা যাবে না। তবে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ রিয়াল বেটিসকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ মিলেই দিয়েছেন এক হালি গোল। অন্য গোলটি ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচের। অথচ ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল বার্সা। কোপা দেল রে’তে শেষ মুহূর্তে গোল খেয়ে এসপানিওলের কাছে হারের স্মৃতিটা তখনো তাজা। ভক্ত-সমর্থকদের মনে শঙ্কা, আবার কি এমন হবে? সেই ভয় দূর করে গোলমুখ খোলেন রাকিতিচ। সুয়ারেজের ডিফেন্স চেরা পাস থেকে ৫৯ মিনিটে বল জালে জড়ান তিনি।

ম্যাচে বাকি সময়টা মেসি-সুয়ারেজময়। ৬৪ মিনিটে সার্জিও বুসকেটসের বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে একক প্রচেষ্টায় গোল করেন মেসি। এর পাঁচ মিনিট পরই নিজের প্রথম গোলের দেখা পান সুয়ারেজ। ডান প্রান্ত থেকে রাকিতিচের ক্রসে দারুণ এক সাইড ভলি করে দলকে ৩-০’তে এগিয়ে দেন তিনি। এ নিয়ে লিগে টানা সাত ম্যাচে গোল করেছেন সুয়ারেজ। ৮০ মিনিটে দ্বিতীয়বারের মত বেটিসের পোস্টে বল পাঠান মেসি। এই সুপারস্টার দারুণ এক ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চলতি মৌসুমে লিগে তার ১৯তম গোলটি করেন। যা এখন পর্যন্ত লা লিগায় সর্বোচ্চ।

৮৯ মিনিটে দলের শেষ গোলটিতেও রয়েছে এই আর্জেন্টাইন অধিনায়কের ছোঁয়া। অনেকটা ড্রিবলিং করে বেটিসের ডি-বক্সে ঢুকে সুয়ারেজকে পাস দেন মেসি। সেখান থেকে বল জালে জড়াতে ভুল হয়নি সুয়ারেজের। এটি চলতি মৌসুমে লিগে তার ১৫তম গোল। মেসির পর যা দ্বিতীয় সর্বোচ্চ। এই জয়ে ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রইল বার্সা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১০:৪২ পূর্বাহ্ণ