২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০০

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় প্রবেশের অন্যতম মাধ্যম হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। প্রতিদিন কয়েক হাজার যানবাহন পাটুরিয়া ঘাট পার হয়ে দক্ষিন-পশ্চিমাঞ্চলে প্রবেশ করে। অথচ ঘন কুয়াশার কারণে বেশ কিছু দিন ধরেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সর্বশেষ ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  এর আগে রাত ২টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে পাঁচটি ফেরি নোঙ্গর করাতে বাধ্য হয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশা কমে গেলে আটকে থাকা ফেরিগুলো তীরে ভেরে। এতে করে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ফেরি ঘাটে পারাপারের জন্য কয়েকশ যানবাহন অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চলাচলের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাড়ে ৭ ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ২২, ২০১৮ ১০:৩৭ পূর্বাহ্ণ