৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৪৯

ফিল্মফেয়ারে সেরা বিদ্যা ও ইরফান

বিনোদন ডেস্ক:

শনিবার রাতে ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার পুরস্কার ২০১৮। ৬৩তম জিও ফিল্মফেয়ার এই অনুষ্ঠানটি বলিউডের জন্য সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এনডিটিভি পত্রিকা। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শাহরুখ খান, করণ জোহর। বলিউড তারাকারা লাল কার্পেটে হেঁটে গিয়ে এই পুরস্কার গ্রহণ করেন। অক্ষয় কুমার, রণবীর সিং, পরিনীতি চোপড়াসহ অনেক তারকা এই অনুষ্ঠানে পারফরমেন্স করেন। ‘তুমহারি সুলু’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন বিদ্যা বালান এবং ‘হিন্দি মিডিয়াম’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ইরফান খান। ‘বরেলি কি বরফি’ সিনেমাতে সাপোর্টিং চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রাজকুমার রাও। সমালোচকদের বিচারে ট্র্যািপট সিনেমার জন্যও সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

সিক্রেট সুপারস্টার সিনেমায় সাপোর্টিং চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান মেহের ভিজ। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জায়রা ওয়াসিম। অশ্বিনী আইয়ার তেওয়ারি ‘বরেলি কি বরফি’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পান। সেরা সিনেমার পুরস্কার পায় নিউটন। এছাড়া সমালোচকদের বিচারে সেরা পুরস্কার পায় ‘হিন্দি মিডিয়াম’ সিনেমা।
শর্ট ফিল্মের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান জ্যাকি শ্রফ এবং ‘জ্যুস’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান নিরাজ গায়েন। মিউজিক কম্পোজার হিসেবে লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার পান বাপ্পি লাহিড়ি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, শহিদ কাপুর, প্রীতি জিনতা, জয়া বচ্চন, মাধুরী দীক্ষিতসহ আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১১:৫৫ পূর্বাহ্ণ