বিনোদন ডেস্ক:
পাঁচদিন ব্যাপি ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হল মুম্বাইয়ে। ভারত এবং ইরানের যৌথ উদ্যোগে মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছে এই উত্সব। চলবে জানুয়ারির ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।
এবারের চলচ্চিত্র উৎসবে মূল আকর্ষণ থাকছে পাঁচটি বিশেষ ছবি। যার মধ্যে একটি ভারত এবং ইরানে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ছবিটির নাম হ্যালো মুম্বাই। যেখানে বিখ্যাত ইরানিয়ান অভিনেতা মোহাম্মদ রেজা গোলজারের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী দিয়া মির্জা। ছবিটি পরিচালনা করেছেন গোর্বান মহমদপৌর। অপরদিকে মাজিদ মাজিদির পরিচালিত ছবি বেয়ন্ড দ্য ক্লাউড সিনেমাটিও স্ক্রিনিং হবে চলচ্চিত্র উৎসবে। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিনয় করছেন শহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। ছবিটি নিয়ে যথেষ্ট উৎসাহিত ঈশান।
শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে ইরানের কালচার হাউসের ডিরেক্টর মেহদি জের জানান, এই শহরে চলচ্চিত্র উৎসবের কারণ ভারত এবং ইরান এই দুই দেশের মধ্যে সংস্কৃতির আদানপ্রদান। এর ফলে ইরানের মানুষের ভারতীয় সিনেমার প্রতি আগ্রহ বাড়বে, অপরদিতে ভারতীয় চলচ্চিত্রপ্রেমী মানুষও ইরানিয়ান সিনেমার প্রতি আগ্রহী হবে। এই উৎসবের মাধ্যমে ইরানিয়ান সিনেমা সৌন্দর্য, সংস্কৃতি সারা মুম্বাইবাসীকে দেখানোর সুযোগ পাওয়া যাচ্ছে। প্রতিটা সিনেমাতেই ইরানের সংস্কৃতিকে তুলে ধরার জন্যই করা হয়েছে। উদ্বোধনের সময় ২০ মিনিটের একটি চলচ্চিত্র দেখানো হবে।
অপরদিকে ইরানি পরিচালক আজহার ফারামার্জি বলেন- ইরানে সকল সিনেমাপ্রেমী মানুষরাই বলিউড সিনেমা পছন্দ করেন। এখানের ছবিতে সবরকম উপাদান থাকে। যার জেরে সকলেই বলিউডের ছবি পছন্দ করেন। ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনের দিন উপস্থিত থাকবে বলিউডের একঝাঁক তারকা।
দৈনকদেশজনতা/ আই সি