১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

আখেরি মোনাজাতে যেসব সড়ক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।শনিবার সকালে জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষদিন ও আখেরি মোনাজাতে মুসুল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে, আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে, আজ মধ্যরাত থেকে টঙ্গী-পুবাইল পর্যন্ত সড়কের দুই দিকেই যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আবদুল্লাহপুর হয়ে আশুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।

পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ‘নির্বিঘ্নে চলাচলের জন্য যাতে কারোর সমস্যা না হয় সে কারণে টঙ্গি ব্রিজের এখানে আমরা গাড়ি নিয়ন্ত্রণ রাখবো। ময়মনসিংহ-টাঙ্গাইল থেকে যে গাড়িগুলো আসে তা বগুড়া মহাসড়কে আটকে দিবো। আর সিলেটগামী গাড়িগুলো মীরেবাগ থাকবে। আশুলিয়ার গাড়িগুলো কামারপাড়ায় থাকবে। বাস চলাচল করলে মুসল্লিদের ট্রেন বা বাসস্ট্যান্ডে যেতে সমস্যা হয়। সে কারণে তাদের জন্য ১৫টি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিরা এ বাস সার্ভিসে চলাচল করবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ