২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৫

কাল জিম্বাবুয়ের কাছে হারলেই বাদ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: 

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের রোববার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ এটি। জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের। অন্য দিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে শ্রীলঙ্কাকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরতি পর্বে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার ওয়ানডেটি শুরু হবে দুপুর ১২টায়।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় টাইগাররা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে মাশরাফির দল। রেকর্ড ব্যবধানে শ্রীলঙ্কাকে হারের লজ্জা দেয় বাংলাদেশ। ১৬৩ রানের বড় ব্যবধানে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের হারের স্বাদ দেয় টাইগাররা। নিজেদের প্রথম দু’ম্যাচ জিতে দু’ওয়ানডে বাকি রেখেই ফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের প্রতিন্দ্বন্দ্বী হবার দৌঁড়ে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। লিগের প্রথম পর্ব শেষে একটি জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১২ রানে হারায় লংকানদের। লিগ পর্বের শেষ দু’ম্যাচের একটি জিতলেই ফাইনালে নিশ্চিত হবে ৪ পয়েন্ট সংগ্রহে রাখা জিম্বাবুয়ের।

 

এদিকে, অ্যাঞ্জেলো ম্যাথুজকে ছাড়াই গতকাল বাংলাদেশের বিপক্ষে খেলতে হয়েছে শ্রীলংকাকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। রোববারও জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ম্যাথুজ। অধিনায়কের না থাকাটা দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তাই দলকে নেতৃত্ব দিবেন দীনেশ চান্ডিমাল।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৮:১৫ অপরাহ্ণ