১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৯

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৩

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুলিবিদ্ধ জাকির ও আকিদুলের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা গলফ রিসোর্টের মালিক খবির উদ্দিনের সাথে একই এলাকার মিজানুর রহমান বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে মিজানুর বিশ্বাসের লোকজন ওই জমিতে গেলে রিসোর্টের নৈশ প্রহরীরা তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পার্কের নৈশ প্রহরীরা গুলি বর্ষন করলে গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মিজানুর রহমান বিশ্বাস অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল থেকে ইরিগেশনের জন্য নিজের জমিতে গভীর নলকূপ বসানোর জন্য শ্রমিক দিয়ে বোরিংয়ের কাজ করছিলেন। কিন্তু খবির উদ্দিনের লোকজন রাত সাড়ে ৯টার দিকে অতর্কিতে গুলি বর্ষন করলে তার লোকজন আহত হয়।

এদিকে অরুণিমা গলফ রিসোর্টের মালিক খবির উদ্দিন আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, মিজান বিশ্বাসের লোকজন শুক্রবার রাতে তার রিসোর্টে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় রিসোর্টের নৈশ প্রহরীরা আত্মরক্ষার্থে গুলি করে তাদের বিতাড়িত করে।

নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৪:২৪ অপরাহ্ণ