১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

দিনাজপুরে অস্ত্র-মাদকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরে একটি স্যুটারগান, ২৩ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব এর সদস্যরা। র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ দিনাজপুরের একটি দল শনিবার ভোরে সদর উপজেলার রামসাগর মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার ইসলামবাগ গ্রামের মৃত দীপক লাল রায়ের ছেলে শুভ রায় (৩৬), দিনাজপুরের বিরামপুর উপজেলার তৈয়বপুর চৌধুরীপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মিনু ইসলাম (২৭), অচিন্তপুর গ্রামের (বিরামপুর উপজেলা) ওবায়দুর রহমানের ছেলে ইমরুল কায়সার (২৮) ও রূপরামপুর গ্রামের (বিরামপুর উপজেলা) আব্দুল গফুরের ছেলে মিলন মিয়া (২৭)।

র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ দিনাজপুরের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাইভেটকারে করে যাওয়ার সময় ভোর রাতে দিনাজপুর সদর উপজেলার রামসাগর মোড়ে তাদেরকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাসি করে একটি ওয়ান স্যুটারগান ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দুপুরে আটক ৪ জনকে প্রাইভেটকার, স্যুটারগান ও ফেনসিডিলসহ দিনাজপুর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বরেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৪:২১ অপরাহ্ণ