১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২২

জনগণ ভোট দিতে পারবে তো?

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পরবে কি না সে বিষয়ে অনিশ্চয়তা দেখছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। ‍যদিও ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটার ফলাফল সু্ষ্ঠু হবে কিনা সেটাও একটা প্রশ্ন।’

শনিবার রাজধানীর প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীর এক আয়োজনে এসব কথা বলেন খসরু। বিএনপি নেতা বলেন, ‘আজকের আওয়ামী লীগ একটি নির্বাচনী প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া করছে। ক্ষমতাসীন দল তাদের প্রকল্পের কার্যক্রম হিসেবে বেগম খালেদা জিয়াকে মামলায় ব্যতিব্যস্ত রেখে বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে।’

ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন হাইকোর্টের আদেশে তিন মাস স্থগিত হওয়ার বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা। খসরু বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশেন নির্বাচনের মাধ্যমে এই সরকারের উদ্দেশ্য আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। কোর্টের কাঁধের ওপর বন্দুক রেখে ক্ষমতাসীন দল একটির পর একটি অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে।’

এই নির্বাচন স্থগিত হয়েছে যে দুইজনের রিট আবেদনে, তাদের একজন বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি হলেন রাজধানীর ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ আতাউর রহমান। নিজ দলের নেতার রিট আবেদনের বিষয়ে কিছু না বললেও খসরু বলেন, ‘আমাদের অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভেবেছে এখন তাদের নির্বাচনে যাওয়া ভালো হবে না। কারণ এই নির্বাচনে তাদের বিশাল পরাজয় নিশ্চিত।’

এই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপির স্ট্যান্ডিং কমিটি বসেছে এবং সবার আগে প্রার্থী মনোনয়ন দিয়েছে জানিয়ে খসরু বলেন, ‘এই নির্বাচনে আমাদের অংশগ্রহণের সিরিয়াসনেস আমরা প্রকাশ করেছি।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ