নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে পল্লবী থানার পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমান তাকে পল্লবী থানায় রাখা হয়েছে।’ পুলিশ ইয়াছিন আলীর সঙ্গে পরিবারের কাউকে দেখা করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ইয়াছিনের বিরুদ্ধে ১৯টি মামলা তদন্তাধীন। পল্লবী থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাকে আদালতে পাঠানো হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

