২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২৩

নওগাঁয় জেলা ইস্তেমা শুরু ২৫ জানুয়ারি

নওগাঁ প্রতিনিধি:

তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য নওগাঁ জেলা আঞ্চলিক ইস্তেমা শুরু হবে আগামী ২৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে। এজন্য নওগাঁ সদরের বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে গত ২৯ ডিসেম্বর থেকে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণ কাজ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে ৬০ হাজার মুসল্লির অবস্থানের জন্য এই প্যান্ডেল নির্মাণ কাজ।
২৭ জানুয়ারি শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে নওগাঁ জেলা ইস্তেমা। ইতোমধ্যে পানি, পয়ঃনিষ্কাশনসহ অন্যান্য কাজ শেষের দিকে। এই ইস্তেমায় এবার লক্ষাধিক মুসল্লী অংশগ্রহন করবেন বলে আয়োজকদের অভিমত। মুসল্লীদের বয়ান শোনার সুবিধার্থে ১৫০টি মাইক সেট স্থাপন করা হবে বলেও জানিয়েছেন আয়োজক সূত্র। প্রথম দিন বয়ান কে করবেন তা এখনো জানা যায়নি। তবে ইস্তেমা শুরুর আগের দিন ঢাকার কাঁকরাইল মসজিদ থেকে ইমাম পাঠানো হবে বলে জানান আয়োজকগন। মুসল্লিদের নিরাপত্তার জন্য নওগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ