কক্সবাজার প্রতিনিধি:
উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা মোহাম্মদ ইউসুফ মারা গেছেন। শুক্রবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একদল মুখোশধারী সন্ত্রাসীরা রাত আটটার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ইউসুফের মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত আটটার দিকে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গার ক্যাম্পে ডি ব্লকের ‘মাঝি’ মো. ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় ইউসুফকে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউসুফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি