১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪৭

হেলিকপ্টার বিধ্বস্ত : স্ত্রীসহ জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী দলের নেতা রয় বেনেট ও তার স্ত্রী মারা গেছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের আরও তিন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ব্যক্তিগত হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে। তার রাজনৈতিক দল মুভমেন্ট ফর ডেমক্রেটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা বেনেটের (৬০) দল থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

এ মৃত্যুর খবর নিশ্চিত করে বৃহস্পতিবার এক টুইটে এমডিসি নেতা ডেভিড কলটার্ট লেখেন, আমি এই মাত্র তিনটি বিশ্বস্ত সূত্র থেকে উত্তর আমেরিকায় হেলিকপ্টার দুর্ঘটনায় রয় এবং হিদার বেনেটের দুঃখজনক মৃত্যুর খবর পেলাম। তাদের মত দুইজন দেশভক্তের মৃত্যুর খবরে আমি বিধ্বস্ত। তাদের পরিবার ও স্বজনদের জন্য আমার সমবেদনা রইলো। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে এক আরোহী বেঁচে যান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ১০:২৮ পূর্বাহ্ণ