২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি থেকে : ইসি

নিজস্ব প্রতিবেদক:

কোটি নাগরিককে ১ ফেব্রুয়ারি থেকে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভোটার হয়েও এসব নাগরিক গত কয়েক বছর ধরে কোনো ধরনের জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ওই সভায় প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকদের ভোটার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর নারী বা পুরুষের পাশাপাশি হিজড়া পরিচয়েও ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সভা শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে কমিশন সভায় কোনো আলোচনা হয়নি। তবে আদালতের রায়ের কপি পাওয়ার পর কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি আরো বলেন, ‘২০১২ সালে যারা ভোটার হয়েছেন এবং যারা এখনও কোনো জাতীয় পরিচয়পত্র পাননি, সেসব নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। আমরা আগামী ১ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।’

ইসি বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি আন্তর্জাতিক সেমিনার করা হবে। সেমিনারে যেসব সুপারিশমালা আসবে তার ওপর ভিত্তি করে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা তৈরি হবে।

তিনি বলেন, সার্কভুক্ত ৮টি দেশের নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত ‘ফেমবোসা’ সম্মেলন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়েছে।
এছাড়া সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে। সেটাকে সামনে রেখে এনআইডি সার্ভারকে আরও অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে তথ্য সংবলিত করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে।

তিনি আরো বলেন, হিজড়াদের মধ্যে যে এতদিন পুরুষদের পোশাক পরে তাকে পুরুষ এবং যে মহিলাদের পোশাক পরে তাকে মহিলা হিসেবে ভোটার করা হয়েছে। এখন থেকে তারা হিজড়া হিসেবে ভোটার হতে পারবেন। এজন্য যুগ্ম-সচিবকে (আইন) নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এ সংক্রান্ত আইন ও বিধি সংশোধন করে কমিশন সভায় উপস্থাপন করবেন। পরে কমিশন সেটি দেখে পরবর্তী কার্যক্রম শুরু করবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ