১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

মাগুরায় জামায়াতপন্থী উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ আটক ৬

মাগুরা প্রতিবেদক:
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ ৬ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা শহরের দোহারপাড় এলাকায় জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকালে তাদের অাটক করা হয়।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয়ে বৈঠক করা অবস্থায় বিকাল ৪টার দিকে নাশকতা সৃষ্টির আশংকার অভিযোগে তাদের আটক করা হয়। বৈঠকে প্রায় ৩০ জামায়াত কর্মী উপস্থিত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় ৬জনকে পুলিশ আটক করে।
আটককৃতদের মধ্যে মিজানুর রহমান ছাড়া অন্য ৫জন হচ্ছেন- রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, ইখতিয়ার উদ্দিন, সোলাইমান হোসেন ও মশিউর রহমান। তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ