১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশ বানানটি ভুল

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দিনটি শুক্রবার। প্রতিপক্ষও তুলনামূলক শক্তিশালী। তাই ভক্তরা অনেকেই ম্যাচটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অনেকে টিকিটও কেটে ফেলেছেন।

কিন্তু একটি বিষয় সবাইকে অবাক করে দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশ বানানটি ভুল লেখা হয়েছে। এ নিয়ে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। এমন গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে কীভাবে এমনটি হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

ফেসবুক সূত্রে পাওয়া টিকিটের ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশ বানানে বি এর পর একটি এন বেশি লেখা হয়েছে। যেটি সহজেই যেকারও চোখে পড়ছে। তবে, এ ব্যাপারে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৫ জানুয়ারি মিরপুরে শুরু হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজ নিয়ে এখনও ভক্তদের মধ্যে অতটা উত্তেজনা লক্ষ্য করা যায়নি। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের দিন কিছু দর্শক হলেও গতকাল শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে গ্যালারি ছিল ফাঁকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ