১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট-হাজীগঞ্জ সড়কের মোহাম্মদীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর এলাকার আলী হোসেনের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৪২) ও আবুল হাসেমের ছেলে রিঙ্কু বেগম (২)।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, ফজুমিয়ার হাটগামী যাত্রীবাহী একটি অটোরিকশা (ইজিবাইক) ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাক্টর ট্টলির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ছয় যাত্রীসহ অটোরিকশাটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা ডোবা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন এবং আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ৫:৩১ অপরাহ্ণ