নিজস্ব প্রতিবেদক:
মেয়র পদে নির্বাচনে বাম রাজনৈতিক দলগুলো জোনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকিকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। পরে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা তাতে সমর্থন জানায়।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী সম্মেলন কক্ষে- জোনায়েদ সাকির প্রার্থিতাকে সমর্থন করে গণতান্ত্রিক ও প্রগতিশীল দলসমূহের প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিতে সংবাদ সম্মেলন করা হয়।
এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিসমূহের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদ জোটের নেতা সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার এবং সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভূঁইয়া, আবু বকর রিপনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতারা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জোনায়েদ সাকি বলেন, সবার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটা মানবিক, ভবিষ্যৎমুখী নগর প্রতিষ্ঠার উদ্দেশ্যেই নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের অঙ্গীকার একটা দুর্নীতিমুক্ত নগর প্রশাসন, হয়রানিমুক্ত সেবা, দুর্গন্ধমুক্ত নগর প্রতিষ্ঠা।
দৈনিক দেশজনতা /এন আর